৫ ব্যাংকের গ্রাহকরা ডিসেম্বরেই সর্বোচ্চ দুই লাখ টাকা পাবেন, খুলতে হবে নতুন অ্যাকাউন্ট
শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংকের সমন্বিত প্রতিষ্ঠান 'সম্মিলিত ইসলামী ব্যাংক'-এর গ্রাহকরা বীমা তহবিল (ইনসুরেন্স ফান্ড) থেকে তাদের আমানতের দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন চলতি ডিসেম্বরের মধ্যেই। তবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে নতুন অ্যকাউন্টে এ টাকা ফেরত দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, এক্সিম এবং ইউনিয়ন ব্যাংক—এই পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে গত ২ ডিসেম্বর।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজ্যুলিউশন ডিপার্টমেন্টের (বিআরডি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গ্রাহকদের আমানত ফেরত দিতে নতুন ব্যাংকের অধীনে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে অর্থ ছাড় করেছে। তবে অর্থ প্রদান প্রক্রিয়ায় তিনটি প্রধান চ্যালেঞ্জ রয়েছে।
তিনি বলেন, "প্রথমত, ব্যাংকের নিজস্ব ডেটা সফটওয়্যার তৈরি করা; গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার ক্ষেত্রে যেন ভুল তথ্যের ভিত্তিতে ভুল গ্রাহকদের টাকা ফেরত না দেওয়া হয়। এছাড়া, নতুন ব্যাংকের অধীনে আলাদা অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টের মাধ্যমেই অর্থ প্রদান নিশ্চিত করা।"
এদিকে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়ার বৈঠক হয়। বৈঠকে একীভূতকরণ স্কিমের অগ্রগতি, আমানতকারীদের অর্থ ফেরত প্রক্রিয়া এবং সংযুক্ত ব্যাংকগুলোর বিশেষ নিরীক্ষা প্রতিবেদনের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা জানান, ব্যাংকের চেয়ারম্যান একীভূতকরণ স্কিমের অগ্রগতির বিষয়ে জানতে চান। গভর্নর কমিটিকে জানান যে বিভিন্ন টিমের মাধ্যমে কাজ এগিয়ে চলছে।
গভর্নর বিশেষত এক্সিম ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন সতর্কতার সঙ্গে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
বৈঠকে জানানো হয়, নতুন ব্যাংকের চেয়ারম্যান আইটি অবকাঠামোর প্রস্তুতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। ডেপুটি গভর্নর বলেন, দীর্ঘমেয়াদী আইটি একীভূতকরণে সময় লাগবে। আপাতত অবকাঠামো ভাড়ায় নেওয়ার পরিকল্পনা রয়েছে, পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় তিন বছর লাগতে পারে বলে গভর্নর জানান।
বৈঠকে গভর্নর, ডেপুটি গভর্নর, নতুন ব্যাংকের চেয়ারম্যান, ফিন্যান্স ও এফআইডির দুই পরিচালক, বিআরডির নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments