আর্থিক খাতে ১৫ বছর পূর্তি উদ্যাপন করল ফিনএক্সেল

দেশের আর্থিক খাতের কনসালটেন্সি প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেড (ফিনএক্সেল) ১৫ বছর পূর্তি উদ্যাপন করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলের বলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও করপোরেট খাতের শীর্ষ নীতিনির্ধারক ও নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
ড. মনসুর বলেন, দেশের ব্যাংকিং খাতে প্রযুক্তি ও ব্যবস্থাপনায় নিজস্ব সক্ষমতা গড়ে তোলা জরুরি। এখনো অধিকাংশ কোর ব্যাংকিং সিস্টেম বিদেশ থেকে আনা হয়। তাই মানবসম্পদ উন্নয়ন ও নিজস্ব প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন। তিনি আরো বলেন, রাজনৈতিক প্রভাব ব্যাংকখাতে সুশাসনের বড়ো অন্তরায়।
প্রধান অতিথি ড. সালেহউদ্দিন আহমেদ আর্থিক খাতের নেতৃত্বে নৈতিকতা ও সততার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একজন অশিক্ষিত ব্যক্তির তুলনায় একজন অসৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান দেশের জন্য বেশি ক্ষতিকর হতে পারে। ব্যাংকারদের পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিক উন্নয়নকেও সমান গুরুত্ব দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
ফিনএক্সেলের চেয়ারম্যান মামুন রশীদ স্বাগত বক্তব্যে জানান, প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি ২৫০টিরও বেশি বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। এরমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার, প্রকল্প ব্যবস্থাপনা, আলোচনার কৌশল ও সম্পর্ক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ রয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে ৭ হাজার ৫০০ এর বেশি পেশাজীবী প্রশিক্ষণ নিয়েছেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফার রহমান বোর্ড, প্রশিক্ষক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সততা, উদ্ভাবন ও সহযোগিতার মাধ্যমে দেশের আর্থিক খাতকে সমৃদ্ধ করাই ফিনএক্সেলের লক্ষ্য।
অনুষ্ঠানে সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, অ্যালায়েন্স ফাইন্যান্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স ও ডেটাএজের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের উপ-গভর্নর, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, ইউসিবির চেয়ারম্যান শরিফ জহির এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালও উপস্থিত ছিলেন।
Comments