প্রথম দিনেই ই-রিটার্ন দাখিলে রেকর্ড

চলতি অর্থবছরে স্বাভাবিক ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল বাধ্যতামূলক করেছে সরকার। এ কার্যক্রম শুরু হওয়ার প্রথমদিনেই রেকর্ডসংখ্যক ১০ হাজার ২০২ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন। গতকাল (৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এবারে প্রথম দিনে রিটার্ন দাখিলের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় পাঁচ গুণ বেড়েছে।
২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ই-রিটার্ন কার্যক্রম শুরু হওয়ার প্রথম দিন রিটার্ন দাখিল হয়েছিল ২ হাজার ৩৪৪টি। এর আগে রবিবার (৩ আগস্ট) এক বিশেষ আদেশে ২০২৫–২৬ করবর্ষের জন্য এ বিধান কার্যকর করা হয়। ওই আদেশের একটি বিশেষ নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি—এই চার শ্রেণির করদাতা বাদে সব ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে ই-রিটার্ন দাখিল করতে হবে।
সব করদাতা ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন www.etaxnbr.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে দাখিল করতে হবে।
তবে যদি কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা যদি অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম হন, তাহলে তিনি ৩১ অক্টোবরের মধ্যে যথাযথ কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন। পরে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের
গত বছর আংশিকভাবে ই-রিটার্ন বাধ্যতামূলক করার পর ১৭ লাখের বেশি ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছিলেন।
চলতি বছর উন্নত সেবার আওতায় করদাতারা বাসা থেকেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড অথবা বিকাশ, রকেট, নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন।
রিটার্ন জমা দেওয়ার পরপরই আয়কর রিটার্ন দাখিলের রসিদ ও আয়কর সনদ অনলাইনে ডাউনলোড ও প্রিন্ট করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য রাজস্ব বোর্ডের কর্মীরা কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Comments