লোকসানে ইউনিলিভার ও সিঙ্গার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক দুই জায়ান্ট কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চলতি বছরের প্রথমার্ধে আয় বাড়লেও লোকসানে পড়েছে।
ইউনিলিভার কনজিউমার কেয়ার: চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি থেকে জুন) কোম্পানিটির আয় বাড়লেও নিট মুনাফা ৭.৭৪ শতাংশ কমেছে। ২০২৫ সালের প্রথমার্ধে কোম্পানির রাজস্ব আয় দাঁড়িয়েছে ১৭৫.০৬ কোটি টাকা, যা ২০২৪ সালের একই সময়ের ১৭১.১১ কোটি টাকার তুলনায় ২.৩১ শতাংশ বেশি। তবে, একই সময়ে নিট মুনাফা কমে দাঁড়িয়েছে ৩৮.১৩ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪১.৩৩ কোটি টাকা । শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৯.৭৮ টাকা, যা ২০২৪ সালের প্রথমার্ধে ছিল ২১.৪৪ টাকা। অর্থাৎ চলতি বছরের প্রথমার্ধে রাজস্ব আয় বেড়েছে ৩ কোটি ৯৫ লাখ টাকা। কিন্তু নীট মুনাফা কমেছে ৩.২০ কোটি টাকা এবং শেয়ার প্রতি আয় কমেছে ১ টাকা ৬৬ পয়সা।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার ২৫৫০ টাকা থেকে ২৫০১ টাকায় ওঠানামা করে।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) কোম্পানির রাজস্ব আয় দাঁড়িয়েছে ৭৯.৬৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের ৭৭.১৩ কোটি টাকার তুলনায় বেশি। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ২৪.৩৩ কোটি টাকা, যেখানে আগের বছর ছিল ১৮.৯৫ কোটি টাকা। শেয়ারপ্রতি আয় বেড়ে হয়েছে ১২.৬২ টাকা, যা আগের বছর ছিল ৯.৮৩ টাকা।
তবে, ২০২৫ সালের জুন শেষে কোম্পানির নিট সম্পদ মূল্য (NAV) কর পরবর্তী সময়ে কমে দাঁড়িয়েছে ৯৪.৬১ কোটি টাকা, যা আগের সময়ের তুলনায় ২৫.৪০ শতাংশ কম।
কোম্পানি এক ব্যাখ্যায় জানিয়েছে, মূল কোম্পানির কাছে পুনরায় প্রযুক্তি ও ট্রেডমার্ক রয়্যালটির খরচ আরোপ করা হয়, যা লাভ কমার একটি কারণ। এছাড়া, আগের বছরের মতো চলতি বছরে পূর্ববর্তী দায়-দেনা পুনর্মূল্যায়নের মাধ্যমে এককালীন কোনো সুবিধা পাওয়া যায়নি। তবে অপারেশনাল দক্ষতা বৃদ্ধি, এককালীন প্রযুক্তি ও ট্রেডমার্ক পুনর্মূল্যায়ন সুবিধা এবং স্মার্ট নগদ বিনিয়োগ—এই তিনটি কারণে আর্থিক আয়ের উন্নতি হয়েছে, যা আংশিকভাবে ক্ষতি পুষিয়ে দিয়েছে।
অপারেটিং ক্যাশ ফ্লো কমে যাওয়ার কারণ হিসেবে কোম্পানিটি জানিয়েছে, চলতি সময়ে সব ইউপিএএস (UPAS) এলসি পরিশোধ করা হয়েছে এবং নতুন কোনো ইউপিএএস সুবিধা নেওয়া হয়নি। ফলে অপারেটিং প্রফিটের তুলনায় ক্যাশ আউটফ্লো অনেক বেশি হয়েছে।
২০২৪ অর্থবছরের ঘোষিত লভ্যাংশ চলতি বছরের প্রথমার্ধে পরিশোধ করার কারণে শেয়ার প্রতি সম্পদ মূল্য কমেছে। ২০২৪ সালে নিট মুনাফা ৩১ শতাংশ কমে ৬৬.৭০ কোটি টাকা হলেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫২০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছিল, যা ২০২৩ সালের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশের তুলনায় অনেক বেশি।
ইউনিলিভার কনজিউমার কেয়ার বাংলাদেশে হরলিক্স ও গ্লুকোজের মতো স্বাস্থ্য পণ্য বিক্রি করে থাকে। ১৯৭৬ সালে গ্লাক্সোস্মিথক্লাইন (GSK) বাংলাদেশ নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। ২০২০ সালে ইউনিলিভার ওভারসিজ হোল্ডিংস বিভি গ্লাক্সোস্মিথক্লাইন কোম্পানিটির ৮২ শতাংশ শেয়ার অধিগ্রহণ করে এবং নাম পরিবর্তন করে ইউনিলিভার কনজিউমার কেয়ার নামকরণ করা হয়।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির মোট শেয়ারের মধ্যে স্পন্সর ও পরিচালকদের হাতে রয়েছে ৯২.৮০ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৩.৫০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ০.১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩.৫৯ শতাংশ শেয়ার।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেড:
২০২৫ সালের প্রথম ছয় মাসে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড আশঙ্কাজনকভাবে ৬৬ কোটি টাকার নিট ক্ষতির মুখে পড়েছে, যেখানে আগের বছরের একই সময়ে কোম্পানিটি ২৩.৬০ কোটি টাকা মুনাফা করেছিল। অথচ এই সময়ের মধ্যে কোম্পানিটির আয় ১৫.৪ শতাংশ বেড়ে ১,৩৭১ কোটি টাকায় দাঁড়িয়েছে।
এই লোকসানের প্রধান কারণ খরচ বৃদ্ধি, সুদের ব্যয় ব্যাপকহারে বেড়ে যাওয়া এবং বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা লোকসান।
জানুয়ারি-জুন ২০২৫ সময়কালে সিঙ্গারের রাজস্ব দাঁড়িয়েছে ১,৩৭১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে হয়েছিল ১,১৮৮ কোটি টাকা। এই সময়ে রাজস্ব আয় বেড়েছে ১৮৩ কোটি টাকা।
এই সময়ে পণ্যের উৎপাদন খরচ বেড়ে হয়েছে ১,০৩৯ কোটি টাকা, যা গত বছরের ৮৮১ কোটি টাকার তুলনায় ১৮.০৩ শতাংশ বেশি। এ কারণে কোম্পানিটি মুনাফার বদলে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।
কোম্পানির আর্থিক খরচ ১৭৬ শতাংশ বেড়ে ৫২ কোটি টাকা থেকে ১৪৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। পরিচালন ব্যয় ১৪ শতাংশ বেড়ে আগের ২২৭ কোটি টাকা থেকে দাঁড়িয়েছে ২৫৮.১১ কোটি টাকায়। ফলে ২০২৫ সালের প্রথমার্ধে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (EPS) হয়েছে ৬.৬১ টাকা, যেখানে গত বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২.৩৭ টাকা।
দ্বিতীয় প্রান্তিকেও লোকসান:
এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানির রাজস্ব আয় হয়েছে ৮১২ কোটি টাকা, যা আগের বছরের ৭৮৭ কোটি টাকার তুলনায় কিছুটা বেশি হলেও, এ সময়ে লোকসান হয়েছে ৩১.০৬ কোটি টাকা। ২০২৪ সালের একই প্রান্তিকে কোম্পানিটি ২৫.৭২ কোটি টাকার মুনাফা করেছিল।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সিঙ্গারের শেয়ার দর ১১৫ টাকা থেকে ১০৯ টাকায় ওঠানামা করে।
Comments