মুনাফা তোলার প্রবণতায় সংশোধন অব্যাহত

চলতি মাসের টানা ৬ কর্মদিবস উর্ধ্বমুখী প্রবণতায় থাকার পর গতকাল রোববার দরসংশোধন হয় পুঁজিবাজারে। আজও সেই সংশোধনের ধারা অব্যাহত ছিল।
টানা এক সপ্তাহ উত্থানের পর সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তোলার প্রবণতা দেখা যায়। ফলে গতকাল ডিএসইর প্রধান সূচক নিম্নমুখী হয় ২ পয়েন্ট। আজ দ্বিতীয় কর্মদিবস সোমবারও বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তোলার প্রবণতা অব্যাহত ছিল। যে কারণে আজও ডিএসইর প্রধান সূচক নিম্নমুখী হয় সাড়ে ৪ পয়েন্ট।
এদিন সূচকে নেতিবাচক প্রবণতার পাশাপাশি লেনদেনেও ছিল নেতিবাচক প্রবণতা। আজ ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় প্রায় ১০০ কোটি টাকার বেশি কমে গেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের মুনাফা তোলার কিছুটা চাপে বর্তমানে বাজার মিশ্র প্রবণতায় আছে। আশা করা যাচ্ছে দুই একদিনের মধ্যে বাজার আবার ইতিবাচক প্রবণতায় ফিরে যাবে।
আজ ১৪ জুলাই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১.৮৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৪.০১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০০.০২ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৬টি বা ৩৯ শতাংশের দর বেড়েছে, ১৬৩টির দর কমেছে এবং ৭৬টির দর অপরিবর্তিত ছিল।
ডিএসইতে আজ ৫৬৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৬৬৫ কোটি ৯৯ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১০১ কোটি ৬২ লাখ টাকা।
৮৩ কোটি টাকা লেনদেন হয়ে ব্যাংক খাত লেনদেনের শীর্ষে অবস্থান করে। তবে এ খাত থেকে মুনাফা তোলার প্রবণতায় বেশিরভাগ কোম্পানির দরপতন হয়। এরপরে বস্ত্রখাতে সাড়ে ৬৪ কোটি টাকা লেনদেন হয়। ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হয় প্রায় ৬২ কোটি টাকা। দরবৃদ্ধির দিক থেকে সবচেয়ে এগিয়ে ছিল বীমা খাত। এ খাতে ৯০ শতাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচক কমার পাশাপাশি লেনদেন কমেছে এবং লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দামও কমেছে। সিএসইতে আজ ৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৯৭টির এবং পরিবর্তন হয়নি ৩২টির দর।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ২০.৫২ পয়েন্ট কমে দাঁড়ায় ৮ হাজার ৬০২ পয়েন্টে।
Comments