ময়মনসিংহে ১২ নারীকে সম্মাননা প্রদান
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও মানবাধিকার বিষয়ে সামাজিক সচেতনতা জোরদারের লক্ষ্যে সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম ২০২৫-এর প্রতিপাদ্যকে কেন্দ্র করে ১২ নারীকে সম্মাননা দেওয়া হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ রোভার স্কাউট ভবনের মিলনায়তনে জাতীয় উন্নয়ন সংগঠন বিএনএনআরসি-র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
দিবসটি উদযাপন উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার ৬টি ইউনিয়নের নারী অধিকার ও সামাজিক সচেতনতায় সক্রিয় ভূমিকা রাখা ১২ জন গ্রামীণ দায়িত্বশীল নারীকে সম্মাননা প্রদান করা হয়। নিজ নিজ এলাকায় নারী অধিকার প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম উদযাপন পর্ষদের আহ্বায়ক অধ্যাপক লিয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নাছিমা খাতুন, বিএনএনআরসি'র ফোকাল পার্সন স্বাধীন চৌধুরী, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পাঠান রুশো।
সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন খাগডহর ইউনিয়নের কলাবতী বর্মণ ও তাছলিমা আক্তার, চর ঈশ্বরদীয়া ইউনিয়নের মোছা. রোকিয়া বেগম ও মোছাম্মত রাশিদা আক্তার, চর নিলক্ষীয়া ইউনিয়নের রাহিমা আক্তার ও মোছা. সখিনা আক্তার, সিরতা ইউনিয়নের মোছা. নাছিমা আক্তার ও মোছা. সুমা আক্তার, দাপুনিয়া ইউনিয়নের জাহানারা মনি ও আফরোজা আক্তার শিউলী, ভাবখালী ইউনিয়নের পারুল আক্তার ও মোছা. বিউটি।
বক্তারা বলেন, সিক্সটিন ডেইজ অব অ্যাক্টিভিজম আমাদের স্মরণ করিয়ে দেয় যে—নারীর অধিকার মানবাধিকারের অবিচ্ছেদ্য অংশ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি স্থানীয় নেতৃত্ব, নাগরিক সমাজ ও নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Comments