রাঙামাটির পুরাতন বাস টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে তিনটি বাস ও পাঁচটি দোকান
রাঙামাটি শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি যাত্রীবাহী বাস, পাঁচটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে গেছে। রবিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও বাসগুলোতে।
খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা খাগড়াছড়ি–বান্দরবান রুটে চলাচলকারী তিনটি যাত্রীবাহী বাস সম্পূর্ণভাবে পুড়ে যায়।
রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম শাকিল বলেন, "ভোররাতে পুরাতন বাস টার্মিনাল এলাকায় পাঁচটি দোকান ও তিনটি বাস পুড়ে গেছে। এতে আনুমানিক এক কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।"
এদিকে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুর্শিদুল ইসলাম জানান, "খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ফার্নিচারের দোকানে জ্বালানো মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।"
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যবসায়ী ও বাস মালিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানিয়েছেন।
Comments