গবি শিক্ষার্থী নাফিউল হত্যার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাফিউল করিম সোহানকে হত্যার প্রতিবাদে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে শুরু করে বাইশমাইল 'জ্ঞানের প্রবেশদ্বার' সংলগ্ন এলাকায় মানববন্ধন করে তারা। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধনে জানানো হয়, নাফিউলের পরিবার মামলার পর থেকেই বিভিন্নভাবে হুমকি-চাপের মুখে পড়েছে। অভিযোগ তুলতে নিষেধ করা হচ্ছে বলেও জানায় তারা। শিক্ষার্থীরা বলেন, প্রশাসন অভিযুক্তদের গ্রেপ্তারে গড়িমসি করছে। সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
ফার্মেসি বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নাফিউলের মতো মেধাবী শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে সম্পৃক্ত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জিডি করার কথাও জানানো হয়।
উল্লেখ্য, নাফিউল করিম সোহান পাবনার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামের বাসিন্দা ও গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
Comments