শিবালয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি: দুই প্রতারক আটক
মানিকগঞ্জের শিবালয়ে সাংবাদিক পরিচয়ে সার ডিলারের নিকট চাঁদা দাবি করার অভিযোগে দুই প্রতারককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—দৌলতপুর উপজেলার বেড়ারচর গ্রামের আবুল হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক (২২) এবং সদর উপজেলার জয়রা গ্রামের মৃত নুরুল হকের ছেলে শাহীন (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেজপাড়া বাজারে মনির ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ মনির হোসেনের নিকট সাংবাদিক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন আবু বকর সিদ্দিক ও শাহীন। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় দোকান মালিক পরিচয়পত্র দেখতে চাইলে তারা কোনো ধরনের আইডি কার্ড দেখাতে ব্যর্থ হন। পরে স্থানীয়দের সহায়তায় দু'জনকে আটক করা হয় এবং খবর পেয়ে শিবালয় থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের হেফাজতে নেয়।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ জানান, সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবিকারী দু'জনকে থানায় এনে ১৫১ ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আটক দুইজনের মধ্যে একজন পূর্বেও সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল বলে জানা গেছে।
Comments