গোপালগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, ১৯৩ জনের নামে মামলা
গোপালগঞ্জের মুকসুদপুরে গরু চুরির অভিযোগে শামীম মিয়া নামে এক অটোভ্যান চালকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় ১৯৩ আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিহতের মা মেহেরুন নেছা ওরফে পাচি বেগম (৬০) বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নিহত শামীম মিয়া (৩৬) মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নের বাহিরবাগ গ্রামের মৃত মুন্নু মিয়ার ছেলে। তিনি একজন অটোভ্যান চালক ছিলেন। গত (১১ নভেম্বর) সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শামীম। পরদিন সকালে তিনি বাড়িতে না থাকায় পরিবার মনে করে কাজে বের হয়েছেন। কিন্তু দুপুরে খবর আসে যে, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শামীম মিয়া মারা গেছেন।
পরিবার হাসপাতালে গিয়ে তার মরদেহের শরীরে বিভিন্ন স্থানে জখম দেখতে পায়। পরে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, শামীমকে তার পরিচিত কয়েকজন ফারুক শেখ, সুমন হাওলাদার, লিটন সরকার, সোহাগ, ইলিয়াস, মোজাহিদ ও বিপ্লব রাতে ডেকে নিয়ে যান। পরে তারা কৃষ্ণাদিয়া এলাকা থেকে একটি মিনি ট্রাকে করে গরু চুরির সময় ধরা পড়ে যায়। এসময় উত্তেজিত জনতা ধাওয়া দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হাজারিবাগ গ্রামে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এরপর গ্রামবাসী তাদের আটক করে পিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শামীম মিয়া মারা যান। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের মা অভিযোগে আরো উল্লেখ করেছেন, হাজিরবাগ, জানিবাগ, পশারগাতী ও কৃষ্ণাদিয়া গ্রামের ৪৩ জনসহ অজ্ঞাত আরও ১৫০ জন তার ছেলেকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বলেন, গরু চুরি সন্দেহে নিহতের ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ নামে ও বেনামে ১৯৩ জনকে আসামি করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১১ নভেম্বর) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের হাজীরবাগ গ্রামে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে শামীম মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আহত হন আরও সাতজন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মিয়া মারা যান।
Comments