সুনামগঞ্জে ব্র্যাক ব্যাংকের ক্যাশ অফিসারের উপর হামলার ঘটনায় মানববন্ধন
ব্র্যাক ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ক্যাশ অফিসার মো. বেলায়েত হোসেনের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ব্যাংকার্স এসোসিয়েশন সুনামগঞ্জ-এর আয়োজনে শহরের স্টেশন রোডে ব্রাক ব্যাংক পিএলসির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যাংকার্স এসোসিয়েশন সুনামগঞ্জের সভাপতি ও সোনালী ব্যাংক পিএলসি'র এজিএম মো. আজিজুর রহমান।
মানববন্ধনে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি ব্যাংক পিএলসি সুনামগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপক) মোহাম্মদ ফয়জুর রহমান শহীর, জনতা ব্যাংক সুনামগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) হলেন রনজিত লাল সোম, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার কমপ্লায়েন্স ব্যবস্থাপক আশরাফ হোসেন লিটন প্রমুখ।
বক্তারা ক্যাশ অফিসার মো. বেলায়েত হোসেনের উপর হামলার ঘটনাকে বর্বর ও নিন্দনীয় উল্লেখ করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে না পারলে আমরা কীভাবে নির্বিঘ্নে কাজ করব? আমাদের একজন সহকর্মীর ওপর এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে আর কোনো ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী এমন বর্বরোচিত হামলার শিকার না হন।
এসময় উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসির সুনামগঞ্জের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ মইজুদ্দিন, জনতা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার সিনিয়র অফিসার গৌতম কুমার দাস, সিনিয়র অফিসার নির্ঝর রায়, সিনিয়র অফিসার চৈতন্য আচার্য্য, জনতা ব্যাংক কর্পোরেট শাখার অফিসার দেবব্রত দাস, অফিসার ক্যাশ তানজিলুর রহমান, অফিসার ক্যাশ ইশরাত তাসনিয়া মিমু, অফিসার ক্যাশ সংকর দাস, সোনালী ব্যাংকের অফিসার ক্যাশ পপি দাস প্রমুখ।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, আমরা ব্র্যাক ব্যাংকের ক্যাশ অফিসার মো. বেলায়েত হোসেনের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। অভিযোগ পাওয়ার পরপরই জড়িতদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছি। হামলাকারীরা যেই হোক না কেন, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এই ধরনের বর্বর অপরাধের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে।
উল্লেখ্য, গত সোমবার (৩ নভেম্বর) সকালে শহরের স্টেশন রোডের নেজা প্লাজার নিচে ব্র্যাক ব্যাংকের ক্যাশ অফিসার মো. বেলায়েত হোসনের উপর ওমরগণি সহ ৪-৫ জন হামলা চালান। এসময় বেলায়েত হোসেনের শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকারের শব্দ শুনে লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় বেলায়েৎ হোসেনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা নগদ ৮২ হাজার টাকা, মোবাইল ফোন ও ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই করে পালিয়েছে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়। একারণে সোমবার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম বন্ধ ছিল। পরে সোনালী ব্যাংকে থেকে ব্যাংকের ভল্টের বিকল্প চাবি এনে কার্যক্রম সচল করা হয়।
Comments