কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক
ভারত সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে আটক করেছে ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ন।
৩রা নভেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য আটক ব্যাটালিয়নের টহল দল। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং কুমিল্লা জেলার আদর্শ সদর ও ব্রাক্ষণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দামী ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে আটক করা হয়।
আটককৃত ডিসপ্লের সিজার মূল্য ৭৯ লক্ষ ৫২ হাজার টাকা। এছাড়াও ২৫ লক্ষ ৪৮ হাজার টাকা মূল্যের ভারতীয় খাদ্য সামগ্রী ও আটক করা হয়। সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান ব্যাটালিয়নের অধিনায়ক।
Comments