খান সাঈদ হাসান জ্যোতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাবেক ডিআইজি ও উল্লাপাড়া - সলঙ্গা আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী খান সাঈদ হাসান জ্যোতির উদ্যোগে এবং দৃষ্টি আই হসপিটালের সহযোগিতায় দুইদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ও রোববার উপজেলার বড়হর ইউনিয়ন ও বাঙ্গালা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ হাজার অসহায় ও দুস্থ মানুষ এই ক্যাম্পে অংশগ্রহণ করেন। ক্যাম্পে দৃষ্টি আই হসপিটালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখের নানা সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজন থাকায় শনিবার রাতে বড়হর থেকে ৪২ জনকে বিনা খরচে চোখের ছানি অপারেশনের জন্য ঢাকায় দৃষ্টি আই হসপিটালে পাঠানো হয়েছে। এবং রোববার সারাদিন রোগী দেখা শেষে আরো কয়েকজনকে চোখের ছানি অপারেশনের জন্য ঢাকায় পাঠানো হবে।
এ সময় এলাকার সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম এলাকার অসহায় জনগোষ্ঠীর জন্য আশীর্বাদস্বরূপ।
সাঈদ হাসান জ্যোতি বলেন,মানুষের দুঃখ-কষ্ট লাঘবে তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে আছি। রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। অসহায় মানুষের মুখে হাসি ফুটাতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতো মানবিক সেবার এই ধারা অব্যাহত থাকবে
বলেও জানান তিনি।
ক্যাম্পে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
উল্লাপাড়ার সাধারণ মানুষ এমন উদ্যোগে আনন্দ প্রকাশ করে বলেন, রাজনৈতিক নেতাদের এ ধরনের সেবা কার্যক্রম সমাজে মানবতার বার্তা পৌঁছে দেয়।
Comments