কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সঙ্গে ব্যারিস্টার আতিকুর রহমানের মতবিনিময়
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার আতিকুর রহমান কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যারিস্টার আতিকুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এলাকার রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন ভাবনা ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলের প্রস্তুতি বিষয়ে মতামত তুলে ধরেন।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।
মতবিনিময় সভায় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
আতিকুর রহমান জানান, এ ধরনের মতবিনিময়ের উদ্দেশ্য হলো সাংবাদিকদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং স্থানীয় সমস্যা, জনগণের প্রত্যাশা ও উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা নেওয়া।
Comments