মাদারগঞ্জে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ দুই
জামালপুরে মাদারগঞ্জে নদীর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান গ্রামের আনার সরকার বাড়ীর ঘাটের ঝিনাই নদী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের কন্যা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছায়েবা আক্তার (১২), মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানি এলাকার প্রথম শ্রেণীর শিক্ষার্থী আবু হোসেন (৭) এবং ওই উপজেলার দুদু মিয়ার কন্যা পলি আক্তারের (৮) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকালে ছয় শিশু এক সাথে ঝিনাই নদীতে গোসল করতে যায়। এ সময় ইয়াসিন (৭) নামের শিশুটি উঠে পড়লেও অন্য পাঁচ শিশু নদীতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এখানে এসেছে। তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকী দুই শিশু নিখোঁজ রয়েছে। এইখানে পানির গভীরতা বেশি। তাই শনিবার সকাল থেকে পূণরায় উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
Comments