শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, ফাঁসি হবেই: আমান উল্লাহ
ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং হবেই। সেনাবাহিনী, ছাত্রজনতা ও নিরীহ মানুষ হত্যার দায়ে তার ফাঁসি হবে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার গোয়ালখালী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান আরও বলেন, দেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো সুযোগ নেই। তাদের নির্বাচনী মার্কা এখন ব্যালট পেপারেও নেই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, "বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের রাস্তাঘাট সংস্কার করতে পারেনি, গ্যাসের সংযোগও দিতে ব্যর্থ হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দেশের একটি রাস্তাও ভাঙা থাকবে না। কেরানীগঞ্জকে আধুনিক মডার্ন সিটি হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মো. ইসমাইল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম, বিএনপি নেতা আলমগীর হোসেন, যুবদল নেতা মো. সেলিম, রকি খানসহ স্থানীয় নেতাকর্মীরা।
Comments