চাঁদপুরের বিনিময় নাট্যগোষ্ঠীর সভাপতি বাহার: কৃষ্ণ গোপাল
'নাটক জীবনের কথা বলে' স্লোগানে এগিয়ে চলা বিনিময় নাট্যগোষ্ঠীর সভাপতি হিসেবে ফয়সাল গাজী বাহার এবং সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণ গোপাল সরকার মনোনীত হয়েছেন।
২৮ অক্টোবর মঙ্গলবার রাতে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে সংগঠনটির সাধারণ সভায় এ কমিটি করা হয়।
নতুন দায়িত্ব পেয়ে বিনিময় নাট্যগোষ্ঠীর সভাপতি ফয়সাল গাজী বাহার বলেন, সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয় নাটকের মাধ্যমে। একটি নাটকের এক একজন নাট্য শিল্পী সমাজের এক একজন দর্পণ। আমরা চাই নাট্য শিল্পীরা এগিয়ে যাক এবং মঞ্চ নাটক এগিয়ে যাক। সবাই মিলে মিশে যাতে বিনিময় নাট্য গোষ্ঠীকে এগিয়ে নিতে পারি এবং আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব সংগঠন থেকে দেয়া হলো তা পালনে সবার সহযোগিতা কামনা করছি।
বিনিময় নাট্যগোষ্ঠীর সহসভাপতি নেপাল সাহার সভাপতিত্বে এবং সাংবাদিক অমরেশ দত্ত জয় এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নাট্য শিল্পী ও সংগঠক সাবিত্রী রানী ঘোষ, সাংবাদিক সুজন চৌধুরী প্রমূখ। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সংগঠনকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
Comments