গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় বৃদ্ধ নিহত, আহত ৫
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় আলমগীর লস্কর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫জন। আজ মঙ্গলবার (২৮ আক্টোবর) বিকালে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানায় ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত পথচারী আলমগীর লস্কর টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের রামচন্দনপুর এলাকার মৃত মঈন উদ্দিন লস্করের ছেলে।
ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, আলমগীর লস্কর রামচন্দনপুর বটতলা মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক হচ্ছিলেন। এসময় পিরোজপুর থেকে ছেড়ে আসা ওয়েলকাম এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে বাঁচাতে গেলেও চাপা দিয়ে নিয়ন্ত্রণ সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে পথচারী বৃদ্ধ আলমগীর লস্কর নিহত ও ৫ জন আহত হন।
তিনি আরো জানান, এ ঘটনায় আধাঘন্টা গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা বাসটি সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। দূর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।
Comments