জামালপুর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করলেন শাকিল হাসান
জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের চতুর্থ তম কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করেছেন মো: শাকিল হাসান। মঙ্গলবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের সামনে সাংবাদিক সম্মেলনে এ প্রার্থীতা ঘোষণা করা হয়।
এসময় বক্তব্য রাখেন, জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী মো: শাকিল হাসান, শহর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি ইহছান হাবীব রাহাত ও মদারগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সম্পদ হাসান শান্ত।
জামালপুর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী শাকিল হাসান বলেন, "ছাত্র অধিকার পরিষদ সবসময় ছাত্রদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার। শিক্ষার্থীদের অধিকার আদায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন এবং শিক্ষার মানোন্নয়নে কাজে সর্বদা সচেষ্ট থাকবে জামালপুর ছাত্র অধিকার পরিষদ। আমরা কোটা আন্দোলনেও সক্রিয় ভূমিকা পালন করেছি। আমরা বিশ্বাস করি তৃণমূলের কথা শুনেই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্ত নিবেন।
Comments