সিরাজগঞ্জের জেলা কারাগারে থানা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু
সিরাজগঞ্জে আলোচিত এনায়েতপুর থানায় ১৫ পুলিশ হত্যা মামলার আসামি ও এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু কারাবন্দি অবস্থায় মারা গেছেন।তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলা কারাগারের সুপার এস এম কামরুল হুদা বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল এনায়েতপুর থানায় পুলিশ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আহমদ মোস্তফা খান বাচ্চুকে কারাগারে পাঠায় আদালত। পরে আরও চারটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
জেল সুপার আরও বলেন, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন বাচ্চু। মঙ্গলবার সকালে হার্টের সমস্যা দেখা দিলে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Comments