গোপালগঞ্জে দুই ট্রাক দুর্ঘটনায় হেলপার নিহত, আহত ২
গোপালগঞ্জে একটি ট্রাককে আরেকটি ট্রাক ধাক্কা দিলে মো: জসিম শেখ (২৩) নামে এক ট্রাক হেলপার নিহত হন। আহত হয়েছেন আরো ২ জন। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হেলপার মো: জসিম শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর দাঁড়িয়াল গ্রামের সাহাবুর শেখের ছেলে।
তিনি জানান, যান্ত্রিক যান্ত্রিক ত্রুটির কারনে সদর উপজেলার পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৯১৮)। এসময় একই পাশ দিয়ে আসা দ্রুতগামী অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৮৪৬৫) ওই ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার জসিম মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি আটক করে ও লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
Comments