ঢাকা ইস্কাটন থেকে চুরি যাওয়া ৬ ভরি স্বর্নের গহনা ও নগদ ৪ লাখ টাকা চুয়াডাঙ্গায় উদ্ধার
ঢাকার ইস্কাটন এলাকা থেকে লাভলী খাতুনের বোনের বাড়ি থেকে চুরি যাওয়া ৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আব্দুল্লাহ আল সউদ প্রান্ত এবং আব্দুর রহিম নামে দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ১৪ তারিখে ঢাকার স্কেটোন এলাকায় লাভলী খাতুনের বোনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়। এই ঘটনায় দায়ের করা মামলার (মামলা নং- ৩২,তদন্তে পুলিশ প্রথমে একজনকে আটক করে।
আটককৃত ব্যক্তি, যার নাম ফাইজার বলে জানা গেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে চুরি যাওয়া মালামালসহ তার কিছু সহযোগী চুয়াডাঙ্গায় অবস্থান করছেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে এস আই সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ও চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে আব্দুল্লাহ আল সউদ প্রান্ত (২৬), পিতা: মামুনুর রশিদ, সাং: বাবু পাড়া, জগতি, কুষ্টিয়া এবং আব:রহিম (২৬), পিতা: আব:আজিজ, সাং: পুরাতন হাসপাতাল পাড়া, কুষ্টিয়া-কে আটক করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান ঘটনার তথ্য নিশ্চিত করে জানান হাতিরঝিল থানার আমাদের সহযোগিতা চাইলে তাদের শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদেরকে হাতিরঝিল থানা আটক করে নিয়ে গেছে হাতিরঝিল থানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
Comments