বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে পিস্তল সহ আতাউর আটক
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ বেনাপোল পোট থানার দৌলতপুর বিওপির সদস্যরা একটি পিস্তল সহ আতাউর রহমান নামে একজনকে আটক করেছে।সে দৌলতপুর গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
২১ বিজিবির অধিনায়ক লেঃ মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে,অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দৌলতপুর বিওপি'র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আতাউর রহমানের বাড়িতে অবৈধ অস্ত্র রক্ষিত আছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় দৌলতপুর বিওপি'র ০১টি চৌকষ টহল দল ২৮ অক্টোবর ভোর ৫ ঘটিকায় সীমান্ত পিলার ১৭/৯ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়া নামক স্থানে আটক আসামীর বাড়িতে অভিযান পরিচালনা করে তার ঘরের পার্শ্বে ধানের গোলার মধ্যে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ০১ টি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে বেনাপোল পৌর্ট থানাY সফরদ্দ করা হবে।
Comments