গোপালগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী অনুষ্ঠিত
গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী ও সমাবেশ করেছে জেলা যুবদলের নেতা-কর্মীরা।
আজ সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের বিসিক ব্রীজ এলাকা থেকে একটি আনন্দ র্যালী বের করে জেলা যুবদল। র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন বক্তব্য রাখেন। এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও অনুরুপ কর্মসূচী পালন করা হয়েছে।
Comments