৫ দফা দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখা।
আজ সোমবার (২৭ অক্টোবর)বেলা ১১ টায় শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষেণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী মওলানা তসলিম হুসাইন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহসভাপতি মুফতি দিদারুল ইসলাম, মুফতি ইয়হিয়া মাহমুদসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষ ও রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্তু একটি মাত্র দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। কারন তারা আবারো ফ্যাসিবাদ সৃস্টি করে ক্ষমতায় যেতে যায়। আমরা প্রধান উপদেষ্টার কাছে আহবান জানাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবার ঘোষনা দিবেন। তা না হলে এর থেকে কঠিন আন্দোনের ঘোষনা করা হবে।
Comments