লক্ষ্মীপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে শুরু হয়েছে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জেলা স্টেডিয়ামে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রামগতি পৌর একাদশ বনাম চন্দ্রগঞ্জ থানা একাদশ।
টুর্নামেন্টে জেলার ১০টি উপজেলা ও থানা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আক্তার হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা সহ অন্যান্য কর্মকর্তারা।
খেলাকে উপজেলা ভিত্তিক সামাজিক সম্প্রীতি, মাদকমুক্ত সমাজ ও যুব সমাজকে উৎসাহিত করার হাতিয়ার হিসেবে তুলে ধরেন বক্তারা। টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড়, দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
Comments