হিলিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ১ জনের, আহত ৬
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের হরিহরপুর এলাকায় পুকুরের পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুস সামাদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুকুরের মালিকসহ আহত হয়েছেন আরও ৬ জন শ্রমিক।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল দিকে জনৈক মুশফিকুর রহমানের পুকুরে পানি নিষ্কাশনের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ কাদিপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পানি সেচের কাজ শেষ করে পাইপ তুলতে গিয়ে অসাবধানতাবশত ১০ ইঞ্চি পাইপটি বিদ্যুতের মেইন তারে লেগে যায়। এতে তার ছিঁড়ে পড়ে ঘটনাস্থলে থাকা সবাই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে আকরাম আলী (৭০) ও সমা উড়াও (৫৫) কে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন।
এ বিষয়ে ইউপি সদস্য সানোয়ার হোসেন লেবু জানান, পানি সেচের কাজ শেষে পাইপ তুলতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে এক জন মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রেজিস্টার জাহিদ ইকবাল জানান, "বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় কয়েকজনকে হাসপাতালে আনা হয়। আব্দুস সামাদকে মৃত ঘোষণা করা হয়েছে এবং দুই জনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
Comments