মহেশপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নান্দিনা তারুণ্য উদ্যমী সংঘ স্পোর্টিং ক্লাব
মাদক নয়, খেলাধুলায় হবে জয় এই স্লোগানকে সামনে রেখে মহেশপুর "ভাইকিংস" ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২-০ গোলে খড়খড়িয়া দুরন্ত স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নান্দিনা তারুণ্য উদ্যমী সংঘ স্পোর্টিং ক্লাব।
টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠান ২৪ অক্টোবর, শুক্রবার বিকালে জামালপুর সদর উপজেলার মহেশপুর ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন মহেশপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান যন্ত্র প্রকৌশলী মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথি বলেন, তরুণ যুবসমাজকে জাগ্রত রাখার অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। খেলাধুলায় সময় ব্যয় করলে শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে। অন্যদিকে সুন্দর সমাজ গঠনে তারা ভূমিকাও রাখেতে পারে। স্থানীয় তরুণ যুবসমাজকে খেলাধুলার সুযোগ করে দিতে হবে। তারাই সমাজ থেকে মাদক নির্মূলে অন্যতম ভূমিকা রাখতে পারবে।
খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মহেশপুর ভাইকিংস ক্লাবের ক্লাবের সদস্য রবিউল আওয়াল বলেন, এই ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য হল যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠন করা। টুর্নামেন্টটি আগামীতেও আয়োজন করা হবে বলে জানান তিনি।
Comments