'ইতিহাস তার নিজস্ব স্থান থেকে একটি জাতিকে গড়ে দিতে পারে'
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমাদের সকলের উচিৎ বীর মুক্তিযোদ্ধারে সন্মান করা। আপনি যদি ৪৭ সালকে অস্বিকার করেন তাহলে ৫২ পাওয়া যাবে না, আবার ৫২ কে যদি অস্বীকার করেন তাহলে ৬৯ গণঅভ্যন্থান পাবেন না, আবার ৬৯ কে যদি অস্বীকার করেন তাহলে ৭১ মুক্তিযুদ্ধ পাবেন না, আবার ৯০ কে যদি ভুলে যান তাহলে ২০২৪ কে পাবেন না।
অতএব কোন কিছুই তথা ইতিহাসকে অস্বীকার করা যাবে না। ইতিহাস তার নিজস্ব স্থান থেকে একটি জাতিকে গড়ে দিতে পারে। ইতহাস আমাদেরকে সবাইকে ধারণ করে। প্রকৃতি তার নিজস্ব গতিতে চলে। ইতিহাস তৈরী করা যায়, লেখা যায় কিন্তু মানুষ মনে রাখে না। কাজেই আমরা এটা চাইনা। আমরা চাই সত্যের মুখোমুখি হতে।
আজ শুক্রবার সকাল ১১ টায় দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেন।
এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান.সাধাণ সম্পাদক শাখাওয়াত হোসেন, শিল্পীসহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Comments