উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মুক্ত মঞ্চে বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া পৌর জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে এলাকার শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে সাধারণ রোগীদের চিকিৎসা পরামর্শ, রক্তচাপ, ডায়াবেটিস ও চোখের সমস্যা পরীক্ষা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে মানবিক সেবা ছড়িয়ে দিতে এ ধরনের চিকিৎসা উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন উদ্যোগ নিয়মিতভাবে নেওয়ার আহ্বান জানান তারা।
মানবকল্যাণ এসোসিয়েশন এর পরিচালক আব্দুল মতিনের সঞ্চলনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, পৌর জামায়াতের আমীর আব্দুল করিম সহ আরো অনেকে।
স্থানীয় জনসাধারণ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
Comments