রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও হেলমেট বিতরণ

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মোটর সাইকেল আরোহীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরন করা হয়েছে।
আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এ প্রতিপাদ্যে আজ সকাল ১০টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বি আর টি এ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মো সাইফুল ইসলামের (সার্বিক) সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, রাঙামাটি পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, রাঙামাটি বি আর টি এ সহকারী পরিচালক মোঃ সালাহ উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে শহরের হ্যাপীড় মোড় এলাকা থেকে জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত র্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বি আর টি এ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও জেলা সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে শতাধিক মোটর সাইকেল আরোহীর মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়।
Comments