নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাজ্জাদুর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত সাজ্জাদুর রহমান কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামের আব্দুল শহীদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের কাদমা এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই ফসলি জমির শ্রেণী পরিবর্তন করে বানিজ্যিকভাবে বালু উত্তোলন করছিলেন সাজ্জাদুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানে প্রমাণ মেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় সাজ্জাদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন, "ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।"
Comments