টাঙ্গাইলে ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলার আসামি আ.লীগ নেতা মাসুদকে গ্রেফতারের দাবি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যা মামলার আসামি টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়ন বিএনপিসহ এলাকাবাসী।
রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে ভূঞাপুর-যমুনা সেতু আঞ্চলিক সড়কের ন্যাংড়া বাজার এলাকায় ঘণ্টাব্যাপি এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং অভিযুক্ত ওই ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে স্লোগান দেন।
এছাড়াও মানববন্ধনে অংশ নেওয়া নারীরা হাতে ঝাড়ু নিয়ে প্রতীকী প্রতিবাদ জানান এবং মাসুদ চেয়ারম্যানের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
বক্তারা অভিযোগ করে বলেন— বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা ও হত্যা মামলার আসামি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুল হক মাসুদ দীর্ঘদিন ধরে পলাতক থাকলেও এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিচ্ছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাসুদকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
এ সময় মানববন্ধনে বিএনপি নেতা রেজাউল করিম, নিকরাইল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহবুব আলম বেল্টু, ছাত্রদল সভাপতি আল আমিন প্রামানিক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজাহান আলীসহ স্থানীয় নেতাকর্মীসহ শতশত মানুষ উপস্থিত ছিলেন।
Comments