ব্যানার-সাইনবোর্ডে ঢেকে যাচ্ছিল হিলির গাছ, অভিযানে নামলেন পৌর প্রশাসক

ঢাকা জার্নাল'এ প্রকাশিত 'ব্যানার-সাইনবোর্ডে ঢেকে যাচ্ছে হিলির সবুজ গাছ, নীরব প্রশাসন'- শিরোনামের প্রতিবেদনটি প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন।
দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশে হাকিমপুর সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মো. সাব্বির হোসেন নেতৃত্বে বরিবার (১৯ অক্টোবর ) সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে গাছের গায়ে পেরেক ঠুকে লাগানো সাইনবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ অভিযান শুরু করা হয়।
অভিযানে পৌরসভার কর্মচারী অংশ নেন। এ সময় তারা হাকিমপুর উপজেলা চত্বর, হিলি বাজার, সরকারি কলেজ এলাকা, রেলস্টেশন রোডসহ বিভিন্ন স্থানে গাছে ঝুলানো ব্যানার ও সাইনবোর্ড খুলে ফেলেন।
পৌর প্রশাসক মো. সাব্বির হোসেন বলেন, গাছের গায়ে পেরেক ঠুকে সাইনবোর্ড লাগানো পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইনবিরোধী। জেলা প্রশাসকের নির্দেশে আজ থেকে এ অভিযান শুরু হয়েছে, এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, গাছের ক্ষতি করে কেউ যাতে পুনরায় ব্যানার বা সাইনবোর্ড না ঝুলাতে পারে, সেজন্য পৌরসভার পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে।
Comments