উন্নয়নের ক্ষেত্রে নীলফামারীসহ উত্তরাঞ্চল রাষ্ট্রীয় বৈষমের স্বীকার: নুর

যৌক্তিক দাবী নিয়ে আমরা সর্বদা আন্দোলন করে যাবো। ফ্যাসিস সরকার হটাতে যখন বড় বড় দলগুলো প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করতে পারেনি। তখন জনগনের মুক্তির কথা ভেবে আমরা জীবনের ঝুকি নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার নির্যাতনের স্বীকার হয়েছি। উন্নয়নের ক্ষেত্রে নীলফামারীসহ উত্তরাঞ্চল রাষ্ট্রীয় বৈষমের স্বীকার হয়েছে। সংসদের মাধ্যমে তা তুলে ধরা উচিত ছিল। এর অন্যতম কারন হলো বিগত রাজনীতিবিদরা সঠিক ভুমিকা রাখেনি।
শুক্রবার সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলার গণ অধিকার পরিষদের চাপড়া সরমজানি ইউনিয়ন এর নবগঠিত কমিটির আত্নপ্রকাশ ও আলোচনা সভায় ভিডিও কন্ফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সাবেক ডাকসু'র ভিপি ও গন অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূরুল হক নুর উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের যাদুরহাট ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণে নবগঠিত কমিটির আত্নপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সোহাগ হোসাইন বাবু।
সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. রওশন আলীর সভাপতিত্বে চাপড়া সরমজানি ইউনিয়নের গন অধিকার পরিষদের সভাপতি আশরাফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা গন অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক সাজেদুর রহমান (লোহানী), অর্থ বিষয়ক সম্পাদক মো. মোস্তাকিন বিল্লাহ, জেলা শাখা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক মুন্না, যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন শাহ্, সহ-জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একে উদার ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসাইনসহ আরো অনেকে। পরে নবগঠিত কমিটির আত্নপ্রকাশ করা হয়।
Comments