রাতের ভোট নয়, এবার হবে জনগণের ভোট’: ডা. জাহিদ হোসেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অতীতের নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ভোট শেষ হয়ে যেত। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে রাতের আঁধারেই ভোট হয়ে গেছে। কিন্তু এবার মনে হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন সত্যিকারের জনগণের ভোটের নির্বাচন হবে।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে দিনাজপুরের হিলিতে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, যে নেতা জনগণের পাশে থাকবে, এলাকার উন্নয়নে কাজ করবে তাকেই ভোট দিন। আমাদের সবার মতো আমারও একটি ভোট আছে। এই ভোটাধিকার সবার সমান, তাই দায়িত্বশীলভাবে তা প্রয়োগ করতে হবে। কেউ যদি লোভ দেখায় বা প্রলোভন দেয়, তাতে যেন কেউ প্রভাবিত না হন। ভোটের দিন সাহস করে ভোটকেন্দ্রে যান, নিজের ভোট নিজেই দিন।
তিনি আরও বলেন, প্রত্যেক মানুষকে নিজের আমলের জবাব নিজেকেই দিতে হবে। কিয়ামতের দিন যার যার হিসাব সে নিজেই দেবে। অথচ এখন কিছু লোক মানুষকে বিভ্রান্ত করছে—বলে বেড়াচ্ছে তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। এমন বিভ্রান্তিকর কথায় মানুষ যেন না পড়ে। এতে ঈমান দুর্বল হয়। যারা ধর্মের অপব্যাখ্যা করে জনগণকে প্রভাবিত করতে চায়, তাদের প্রতিহত করতে হবে।
তিনি ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার প্রতি গুরুত্বারোপ করে বলেন, আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং সত্য ও ন্যায়ের পথে থাকা। ভোটের সময় বা রাজনীতিতে ধর্মকে হাতিয়ার করা ঠিক নয়।
পথসভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
Comments