২০ বছর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি জনগণ- তসলিম হুসাইন সিকদার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদার বলেছেন, স্বাধীনতার পর থেকে এই পযর্ন্ত যাদেরকে ভোট দিয়েছে তাদের কাছ থেকে আপনারা কি পেয়েছেন? যুব সমাজ যারা দীর্ঘ ২০ বছর ধরে আপনার আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। আপনার কেন্দ্রে গেলে পেশিশক্তির মাধ্যমে আপনাদেরকে বলা হতো আপনাদের ভোট হয়ে গেছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ও সুকতাইল ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মাওলানা তসলিম হুসাইন সিকদার আরো বলেন, আপনারা যদি আল্লাহভীরু শাসককে ক্ষমতায় বসাতে পারেন তাহলে আপনাদের আশা আকাংখা পূর্ন হবে। দেশে কোন দূর্ণীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে যারা গোপালগঞ্জকে নিয়ে তুচ্ছ তাচ্ছিলভাবে কথা বলতো তারা আর বলতে পারবে না। গোপালগঞ্জের স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করা হবে। এসময় তিনি সকালের কাছে দোয়া চেয়ে আগামী নির্বাচনে হাতপাখা প্রতিকে ভোট চান।
এর আগে সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ও সুকতাইল ইউনিয়নের বিভিন্ন বাজার, দোকানসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদার। গলসংযোগ চলাকালে সহসভাপতি মুফতি দিদারুল ইসলাম, মুফতি ইয়হিয়া মাহমুদসহ পাইককান্দি ও সুকতাইল ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Comments