লক্ষ্মীপুরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) রাতে শহরের ঝুমুর ও মোটকা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে যুবদল নেতা মিজান মোল্লা, জাহাঙ্গীর, দিপু, ফরহাদ, শুভসহ ১৬ জন সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত জাহাঙ্গীরকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, যুবদল নেতা জাহাঙ্গীর ও তারেক গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। রাতে প্রথমে কথা কাটাকাটি, পরে তা সংঘর্ষে রূপ নেয়। আহতরা অভিযোগ করেন, তারেকের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুস সালাম বলেন, আহত ১৬ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং একজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা যুবদল সভাপতি আব্দুল আলিম হুমায়ুন জানান, আধিপত্য বিস্তার ও ওয়ার্ড যুবদলের কমিটিকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি থেকে দুই পক্ষের সংঘর্ষ ঘটনা ঘটেছে। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে নিয়ন্ত্রণে এনেছি। এখনও কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Comments