চট্টগ্রামে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আটকে পড়া সবাই উদ্ধার

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর বহুতল ভবনটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ভেতরে আটকা পড়েন বলে জানা গেছে।
বুধবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে এক্সেস রোড থেকে সৈয়দ শাহ রোডে ঢোকার মুখে অবস্থিত 'মাদ্রাসা বিল্ডিং' নামের ভবনটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের উপরের দিক থেকে নিয়মিতভাবে ময়লা ফেলা হতো। ধারণা করা হচ্ছে, আজ সেই ময়লা বিদ্যুতের তার ও ট্রান্সফরমারের ওপর পড়লে সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।
তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামারবাজার ও চন্দনপুরা স্টেশনের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয় এবং ভবনের ভেতরে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।
আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম থেকে জানানো হয়, ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও লামা বাজার ফায়ার সার্ভিসের ২টি করে মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
Comments