৫ দফা দাবীতে ইসলামি আন্দোলনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা।
আজ বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জেলা শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূপী পালন করে নেতাকর্মীরা। এসময় জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করেন তারা।
মানববন্ধন চলাকালে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গোপালগঞ্জ-০২ আসনের প্রার্থী ও জেলা সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহসভাপতি মুফতি দিদারুল ইসলাম, মুফতি ইয়হিয়া মাহমুদসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলনে, দেশের অধিকাংশ মানুষ ও রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কিন্তু একটি মাত্র দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। কারন তারা আবারো ফ্যাসিবাদ সৃস্টি করে ক্ষমতায় যেতে যায়। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে ও ফ্যাসিবাদ মুক্ত করতে পিআর পদ্ধতির কোন বিকল্প নেই। আমরা প্রধান উপদেষ্টার কাছে আহবান জানাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবার ঘোষনা দিবেন। তা না হলে এর থেকে কঠিন আন্দোনের ঘোষনা করা হবে।
Comments