টিকিট কালোবাজারিতে জড়িত ৩ দালাল কারাগারে

হবিগঞ্জের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে টিকিট কালোবাজারি ও দালালচক্রের দৌরাত্ম্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন দালালকে আটক করেছে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের আব্দুল নূরের পুত্র মো. সোহেল মিয়া (৩৩), বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ মিয়ার পুত্র মো. জলিল সরদার (৪০), এবং শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের সাঈদ আলীর পুত্র এনাম মিয়া (৩৪)।
র্যাব জানায়, সম্প্রতি শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে কিছু দালালচক্র সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে টিকিট বিক্রি করছিল। এতে সাধারণ মানুষ নিয়মিত টিকিট সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন, এমনকি অনলাইনেও অনেকেই টিকিট পাচ্ছিলেন না।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে।
অভিযানে বিপুল পরিমাণ ট্রেনের টিকিটসহ তিনজন টিকিট কালোবাজারিকে গ্রেফতার করা হয়।
পরে তাদের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯" এর ৪০ ধারায় প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে দণ্ডপ্রাপ্তদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে অবৈধ টিকিট ব্যবসা ও দালালচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Comments