গোপালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পানিত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন এ দিবসটি পালন করে।
"সমন্বিত উদ্যোগ-প্রতিরোধ করি দূর্যোগ" এ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসন মুহম্মদ কামরুজ্জামান। আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকান্ড প্রতিরোধ বিষয়ক মহড়া করে। এসময় আগুন লাগলে কি ভাবে নেভাতে হবে তার মহড়া দেয়া হয়। এছাড়া জেলার অন্যান্য উপজেলাগুলোতেও একই কর্মসূচি পালন করা হয়।
Comments