'নতুন বাংলাদেশে বাহাত্তরের বাকশলী ব্যবস্থা চলতে দেওয়া হবে না'

জাতীয় নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে পূর্ণাঙ্গ আইনি ভিত্তি প্রদান করতে হবে। আমরা জুলাই সনদ কার্যকর করে সেই জুলাই সনদে ভিত্তিতে আগামীর জাতীয় নির্বাচন দেখতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলার পাইলট স্কুল মাঠে দিনাজপুর-৬ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল করিমের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন,বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৫ দফা দাবিতে বর্তমানে রাজপথে আন্দোলনে রয়েছে। তাই পরিষ্কার বলে দিতে চাই জুলাই সনদ কার্যকর ছাড়া আগামীর বাংলাদেশে আবার বাহাত্তরের বাকশলীর দিকে ফিরে যাওয়া জন্য সেই ব্যবস্থাপনায় নির্বাচন করার নীলনকশা করা হলে রাজপথে মোকাবিলা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের দিনাজপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ,বিরামপুর উপজেলা সভাপতি আব্দুর রউফ,হাকিমপুর উপজেলা সভাপতি তারেক রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মহাবুবুল আলম, সহ আরো অনেকে।
Comments