দুর্গাপুর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানজিরুল ইসলাম রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এবং প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ ক্যাম্পেইনের আওতায় ৯মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৭৩ হাজার শিক্ষার্থীকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
বক্তারা বলেন, টাইফয়েড একটি সংক্রামক জলবাহিত রোগ। টিকাদান কার্যক্রমের মাধ্যমে এ রোগ থেকে শিশু-কিশোরদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Comments