নওগাঁয় পাঁচ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

এমপিও ভুক্ত স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষকদের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা,১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ী মাদরাসা ও নন এমপিও শিক্ষক কর্মচারীদের চাকুরী এমপিও ভুক্ত করণ ও শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের পাওনা বিল দ্রুত পরিশোধের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা।
শনিবার (১১ অক্টোবর) বেলা ১১ টার দিকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন, নওগাঁ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাহবুবুল আলম, কারিগরি শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলার সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, নওগাঁ চন্ডিপুর দাখিল মাদরাসার সহকারী সুপার তোফাজ্জল হোসেন মোল্লা, মাদরাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি জাহিদুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক, আদর্শ মাধ্যমিক শিক্ষক ফেডারেশন নওগাঁ জেলা শাখার সভাপতি শামীম চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য রাখেন।
বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষকতা পেশায় অন্যান্য পেশার তুলনায় সুযোগ-সুবিধা না থাকার কারণে দেশের মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হচ্ছে না। যার কারণে দেশের শিক্ষাব্যবস্থার মান দিন দিন নিম্নমুখী হয়ে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়ন করতে চাইলে শিক্ষকদের মান উন্নয়নের কোন বিকল্প নেই। শিক্ষক জাতির মেরুদন্ড কিন্তু বর্তামনে সবচেয়ে মানবেতর জীবন যাপন শিক্ষকরাই করছে। আমাদেরকে সরকার থেকে যে চিকিৎসা ভাতা দেওয়া হয় সেটি দিয়ে ডাক্তারের ফি দিতে পারি না। ওষুধ কিনা তো পরের কথা। আমরা দীর্ঘদিন যাবত আমাদের এই দাবিগুলো নিয়ে আন্দোলন করে আসছি। বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু তা বাস্তবায়ন করা হয় না। আমরা আর কোন প্রতিশ্রুতি নিতে চাই না আমরা দ্রুত আমাদের দাবির বাস্তবায়ন দেখতে চাই।
বক্তারা আরও বলেন, সম্প্রতি আমাদের যে দাবি ছিল বাড়ি ভাড়া বিশ শতাংশ বৃদ্ধির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় তা পাঠানো হয়েছিল। কিন্তু পতিত সরকারের কিছু দোসর মন্ত্রণালয় গুলোতে থাকার কারণে আমাদের এই ন্যায্য দাবিকে তারা প্রত্যাখ্যান করেছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই যে সকল পতিত সরকারের দোসররা মন্ত্রণালয় বসে আছেন আপনারা সাবধান হয়ে যান। অচিরেই আমাদের দাবি মেনে নিন না হলে আপনাদের পরিস্থিতিও পতিত সরকারের মতই হবে।
Comments