নির্বাচনে নিরাপত্তায় সমস্যা হলে ভোট বন্ধ: চট্টগ্রামে সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তা তবে সমস্যা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রামে নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের কর্মশালা এবং চট্টগ্রাম বিভাগের আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাসহ নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নিতে তিন দিনের সফরে শুক্রবার চট্টগ্রাম এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সফরের দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে 'নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়' র্শীষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। কর্মশালা শেষে সিইসি সার্কিট হাউজে অবস্থান করবেন।
Comments