গোপালগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, দল থেকে বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো: রিফাত জামান হাওলাদারকে পদ থেকে বহিস্কার করা হয়েছে।
আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকালে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার মস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ০৬ নং কুশলা ইউনিয়নের সহ-সভাপতি মো: রিফাত জামান হাওলাদাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার প্রদান করা হলো।
পত্রে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার মস্তফা আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এবিষয়ে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখের বক্তব্য চাওয়া হলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।
গত ০৭ অক্টোবর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ কুশলা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো: রিফাত জামান হাওলাদারসহ ২ জনকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রক অধিদপ্তর। পরে তাদেরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা করে অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
Comments