উল্লাপাড়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে এ অনুষ্ঠান পালিত হয়। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলাম নানুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাদের,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার হাফিজুর রহমান, ব্রাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার মোহাম্মদ জালাল উদ্দিন,প্রোগ্রাম অরগানাইজার সুকুমার হালদার,টিভি প্রোগ্রাম অফিসার মোহাম্মদ নাজমুল হাসান, মাঠ সংগঠক মোহাম্মদ আব্দুল রহমান সহ স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্যসেবিকারা অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, চোখের যত্ন নেওয়ার বিষয়ে জনগণকে আরও সচেতন করতে হবে। অল্প বয়স থেকেই চোখের সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামে ব্র্যাকের উদ্যোগে স্বাস্থ্য কর্মসূচির আওতায় সাধারণ মানুষকে সচেতন করা হয়।
দিবসটি উপলক্ষে বিনামূল্যে চোখ পরীক্ষা, সচেতনতামূলক লিফলেট বিতরণসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
Comments