আত্মকর্মসংস্থানের দাবিতে কেরানীগঞ্জে বধিরদের অবস্থান

আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকারসহ সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কেরানীগঞ্জের বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিরা।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্বরে 'কেরানীগঞ্জ বধির প্রতিবন্ধী উন্নয়ন সংঘ' ও 'জাতীয় বধির ঐক্য পরিষদ'-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক বধির অংশ নেন। অবস্থান শেষে সংগঠনের পক্ষ থেকে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দেন।
বধির সংগঠনের সাত দফা দাবির মধ্যে রয়েছে-কেরানীগঞ্জে বধির সংগঠনের জন্য সরকারি খাস জমিতে নিজস্ব কার্যালয় স্থাপন, দরিদ্র বধিরদের পুনর্বাসন ও আবাসন সুবিধা নিশ্চিত করা, বধির জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও আইনগত সহায়তা নিশ্চিত করা, ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ বরাদ্দ প্রদান, স্থানীয় গণপরিবহনে বধিরদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা, ক্ষুদ্র কুটির শিল্পে সুদমুক্ত ঋণ প্রদান এবং জাতীয় বধির ঐক্য পরিষদের আসন্ন মহাসমাবেশে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা।
কেরানীগঞ্জ বধির প্রতিবন্ধী উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম টিপু বলেন, কেরানীগঞ্জে অসংখ্য বাক ও শ্রবণপ্রতিবন্ধী মানুষ বাস করলেও তাদের কল্যাণে রাষ্ট্রীয়ভাবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এই জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যেই আমরা সাত দফা দাবি উত্থাপন করেছি।
অবস্থান কর্মসূচি শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সংগঠনের দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দেন।
Comments