কেরানীগঞ্জে নিখোঁজের একদিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কেরানীগঞ্জে সবুজছায়া আবাসিক প্রকল্প এলাকার কাশ বন থেকে বাচ্চু মিয়া(৬০) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার কতেছ কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের বাসিন্দা। গত রাত থেকে সে নিখোঁজ ছিলেন। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
নিহতের মেয়ে পাখি জানান, গতকাল রাত ৮ টার দিকে বাড়ি থেকে বের হন এবং সে সময় থেকেই তার কোনো খোঁজ মেলছিলমা। আজ বিকেল ৪টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেরে আমাদের খবর দিলে আমরা লাশ শনাক্ত করি।
স্থানীয়রা জানান, কফিল নামের এক ব্যক্তি কাশ বনে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু জানান, মৃত ব্যাক্তির হাত, পা এবং মুখ বাধা অবস্থায় ছিলো। মুখ রক্তাক্ত ছিলো। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা অটোরিকশার ব্যাটারি নিয়ে তাকে মেরে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতালে) পাঠানোর প্রস্তুতি চলছে। নিখোঁজ হওয়ার কারণও খতিয়ে দেখা হচ্ছে।
Comments